সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের সাথে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী (শনিবার) বিকাল ২ টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ, সুন্দর ও অংশগ্রহণ মূলক উৎসব মূখর পরিবেশে পজেটিভ মেন্টালিটি নিয়ে নির্বাচন চাই। নির্বাচনে দায়িত্বশীল সবাই যার যার অবস্থান থেকে সমন্বয় করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে সফলতা আসবেই। কোন প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।