সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চুনারব্রীজ এলাকায় ২৭ এপ্রিল রবিবার যোহর নামাজের পর মদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসায় হিফজ ছবক উদ্বোধন ও দুআ অনুষ্ঠান অনুঠিত হয়।
আলোচনা সভায় মাওলানা সভাপতিত্ব করেন,
শরিফুল ইসলাম মুহতামিম মাদানী নগর মাদ্রাসা।
থেকে বক্তব্য রাখেন মুহাদ্দিস আরীফুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল হামিদ বংশীপুর, মুফতি আব্দুর রহমান খাদিজাতুল কুবরা মাদ্রাসা, মাওলানা আব্দুর রউফ বেড়া-লক্ষী মাদ্রাসা, হাফেজ মোখলেসুর রহমান আল খিদমা ফাউন্ডেশন, হাফেজ মাওলানা আমিনুর রহমান সাতক্ষীরা, মুফতি তাহের রব্বানী, আলহাজ্ব শেখ রেজা আহম্মেদ, আলহাজ্ব জনাব লাভলু আশাশুনি, হাফেজ মাওলানা আবু বক্কর ভাইস প্রিন্সিপ্যাল, আনিসুর রহমান মুক্ত ছাপাখানা, ইব্রাহিম খলিল তুলিকা প্রিন্টাস, মাস্টার রফিকুল ইসলাম, মুফতি জহিরুল ইসলাম মাদারিনগর মাদ্রাসা, সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম খতিব সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় সারা বিশ্বের মুসলিম উম্মার, শান্তি কামনা ও প্রতিষ্ঠানের দীর্ঘায়ু এবং সফলতা কামনায় দোয়া করা হয়।