বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা’র শ্যামনগরে আলম সানা ও মাসুম সানার বিরুদ্ধে সন্ত্রাসী মূলক কর্মকান্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে হয়েছে।
এলাকাবাসীর পক্ষে দাতিনাখালী গ্রামের আঃ করিম গাজী’র পুত্র মোঃ আব্দুল হান্নান, প্রেস ক্লাবে স্ব-শরীরে হাজির হইয়ে সংবাদ সম্মেলন করে।
বক্তব্যে বলেন আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাত নং ওয়ার্ড দাতিনাখালী গ্রামের সর্বস্তরের জনসাধারণ । এসময় মো: মতিয়ার রহমান, মাকসিদুল ও মো: ইয়াহিয়া হোসেন উপস্থিত ছিল। আব্দুল হান্নান বলেন,
আমাদের এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসাবে দাতিনাখালী গ্রামের মোঃ গনি সানার পুত্র আলম সানা ও একই গ্রামের মোসলেম সানার পুত্র মাছুম সানা বাহিনীর নেতৃত্বে এলাকায় রাম রাজত্ব কায়েম করে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী মূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত আছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক মামলা চলমান আছে। তা ছাড়া তাদের নিত্য নৈমক্তিক পেশা অন্যের সম্পদ লুট করা এবং জুলুম, অন্যায় অত্যাচারের মাধ্যমে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা। ৫ই আগষ্ট সরকার পতনের দিনে আলম সানা ও মাছুম সানা নেতৃত্বে লাঠিয়াল বাহিনী শ্যামনগর থানার অস্ত্র লুটপাটের জড়িত ছিল। আলম সানা ও মাছুম সানার নেতৃত্বে গনি সানা’র পুত্র
শাহাজামাল, শাহা-আলম সালমান শাহ। মাছুম সানার পুত্র মিলন সানা, মাওলা সানা’র পুত্র
জাহাঙ্গীর সানা, মঈনুল ইসলাম সবাই দাতিনাখালী এরা ১৫/২০ জন সঙ্গবদ্ধ ভাবে এলাকার নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার, নির্যাতন, মৎস্য ঘের ভেড়ী লুটপাট, দোকান পাট ভাংচুর, সুন্দরবনের হরিণ শিকার, সুন্দরবনে ডাকাতির মত জঘন্য কাজ বেছে নিয়েছে। আমরা এলাকাবাসী তাদের কারনে অতিষ্ট হইয়া পড়িয়াছি। তাদের এহেন সন্ত্রাসী কর্মকান্ডে কেউ প্রতিবাদ করার সাহস পায় না এবং কেউ প্রতিবাদ করলে জীবন নাশের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা না নেওয়ার ফলে তাদের অপরাধের প্রবনতা দিন দিন বেড়েই চলেছে। আমরা এলাকাবাসী আলম সানা ও মাছুম সানার পেটুয়া বাহিনীর হাত থেকে পরিত্রান পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে হস্তক্ষেপ কামনা করে।