শিরোনাম ::
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহতদের জিম্মি করে রাখায় পুলিশ কর্তৃক উদ্ধার ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ভালো ঘুম হবে সুন্দরবনে দুই মাস আয় বন্ধ, কাঁকড়া ধরা জেলেদের মানবেতর জীবন ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর শ্যামনগর বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন শ্যামনগরে জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শ্যামনগরে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় বেড়ীবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু সুন্দরবন উপকূলে গাবুরা- পদ্মপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনের হরিণ লোকালয়ে, উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করলো স্থানীয়রা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তাজ খান নাইমকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা গাবুরা‌তে ৯৩৫ প‌রিবা‌রে না‌বি‌কের কুরবানীর মাংস বিতরণ পরিবেশ দিবসে উপকূলের টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই শ্যামনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন

ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ভালো ঘুম হবে

আলোচিত ডেক্স
হালনাগাদ : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

একটা ভালো ঘুমের পর সকালের অনুভূতিটা আলাদা। শরীর হালকা লাগে, মাথা পরিষ্কার থাকে, মনও থাকে ভালো। অথচ বাস্তবতা হলো, অনেকেই রাতের পর রাত ঠিকমতো ঘুমাতে পারেন না। ঘুম না হলে আমরা দোষ দিই চাপ, কাজের ব্যস্ততা বা বয়সকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার শিকড় অনেক সময় লুকিয়ে থাকে ঘুমানোর ঠিক আগের কিছু অভ্যাসে।

ঘুমের ওষুধ খাওয়া হোক বা বিছানায় শুয়ে ফোন স্ক্রল করা, আমরা নিজের অজান্তেই এমন কিছু করি, যা ঘুমকে দূরে ঠেলে দেয়। সুখবর হলো, এগুলোর বেশির ভাগই সহজে বদলানো যায়। সামান্য সচেতনতাই রাতের ঘুমকে করতে পারে গভীর ও প্রশান্ত।
ঘুমের আগে ক্যাফেইন নেওয়া অনেকের কাছে স্বাভাবিক অভ্যাস। কিন্তু কফি বা চা শরীরে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ফলে চোখ বন্ধ করলেও মস্তিষ্ক বিশ্রামে যেতে চায় না। বিশেষজ্ঞরা বলেন, সকালে ঘুম থেকে উঠে অন্তত দুই ঘণ্টা পর ক্যাফেইন গ্রহণ করা ভালো। আর যাদের দীর্ঘদিনের ঘুমের সমস্যা, তাদের কিছুদিন ক্যাফেইন একেবারে বাদ দিয়ে শরীরের পরিবর্তন লক্ষ্য করা উচিত।
অনেকেই রাতে ক্ষুধা লাগলে মিষ্টি বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের দিকে হাত বাড়ান। কিন্তু এসব খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে আবার দ্রুত নামিয়ে আনে। তখন শরীর সতর্ক হয়ে যায়, অ্যাড্রেনালিন নিঃসরণ বাড়ে, ঘুম ভেঙে যায়। ঘুমের আগে ক্ষুধা পেলে সামান্য প্রোটিনভিত্তিক খাবার শরীরকে বেশি আরাম দেয়।
অগোছালো শোবার ঘরও ঘুম নষ্টের বড় কারণ হতে পারে। ছড়িয়ে থাকা কাপড়, এলোমেলো জুতা কিংবা ভিড়ে ঠাসা পরিবেশ মনের ওপর অজান্তেই চাপ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, শোবার ঘর হওয়া উচিত শান্তির জায়গা। সেখানে শুধু ঘুম আর বিশ্রামের অনুভূতি থাকলেই মস্তিষ্ক দ্রুত শান্ত হয়।
অনেকেই অস্বস্তিকর বিছানায় ঘুমিয়ে অভ্যস্ত হয়ে যান। কিন্তু ভালো ম্যাট্রেস আর বালিশ ছাড়া গভীর ঘুম সম্ভব নয়। স্লিপ কোচ লরেন ফাউন্টেইনের মতে, খারাপ ম্যাট্রেসে ঘুমালে মাঝরাতে বারবার ঘুম ভাঙে এবং দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর প্রভাব পড়ে। নতুন ম্যাট্রেস কেনা সম্ভব না হলে অন্তত ভালো মানের টপার বা আরামদায়ক বালিশ ব্যবহার করাই ভালো।
ঘুমের আগে আলো কমানো ভীষণ জরুরি। মোবাইল, টিভি বা কম্পিউটার থেকে আসা নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনকে দমন করে। ফলে শরীর বুঝতেই পারে না যে এখন বিশ্রামের সময়। তাই শোবার ঘর যতটা সম্ভব অন্ধকার ও শান্ত রাখা ভালো।
ঘুমানোর আগে স্ক্রিনে সময় কাটানো আমাদের প্রায় সবারই অভ্যাস। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাস অনিদ্রার ঝুঁকি বাড়ায় এবং দিনের বেলায় ক্লান্তি বাড়িয়ে দেয়। স্ক্রিন মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে, ঘুম আসতে দেরি হয়। তাই শোবার অন্তত আধা ঘণ্টা আগে ফোন বা টিভি থেকে দূরে থাকাই ভালো।
অনেক সময় ঘুম ভাঙে আশপাশের শব্দে। ঘড়ির টিকটিক, পাশের ঘরের টিভির আওয়াজ, পোষা প্রাণীর নড়াচড়া বা সঙ্গীর নাক ডাকা সব মিলিয়ে মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না। শোবার আগে চারপাশের শব্দ কমানোর চেষ্টা করলে ঘুম অনেক গভীর হয়।
ঘুমের জন্য ঘরের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। তুলনামূলক ঠান্ডা পরিবেশে শরীর দ্রুত বিশ্রামে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ৬০ থেকে ৬৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ঘুমের জন্য সবচেয়ে উপযোগী। নিজের আর সঙ্গীর পছন্দ আলাদা হলে আলাদা ব্যবস্থাও করা যেতে পারে।
অনেকে ঘুমানোর ঠিক আগে ব্যায়াম করেন, ভাবেন এতে ক্লান্তি আসবে। কিন্তু ভারী ব্যায়াম শরীরে অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়, যা ঘুম আসতে বাধা দেয়। তাই বিশেষজ্ঞরা ঘুমানোর অন্তত চার ঘণ্টা আগে ব্যায়াম শেষ করার পরামর্শ দেন।
শেষত, ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভরতা অনেক সময় সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। নিয়মিত ওষুধ খেলে শরীর সেটির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। স্লিপ বিশেষজ্ঞ ড. লরেন্স এপস্টেইনের মতে, ওষুধ ছাড়া তখন ঘুম আসতে কষ্ট হয়। এর বদলে প্রাকৃতিক উপায় ও নিয়মিত রুটিন ঘুমকে স্বাভাবিক করে তুলতে সাহায্য করে।
সব মিলিয়ে, ভালো ঘুম কোনো বিলাসিতা নয়, এটি শরীর ও মনের প্রয়োজন। ঘুমের আগে এই ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে চলতে পারলে রাতের ঘুম হবে গভীর, আর সকাল শুরু হবে সতেজ ও প্রাণবন্ত অনুভূতি নিয়ে।

সূত্র জনকন্ঠ


এই বিভাগের আরো খবর