শিরোনাম ::
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা

নেইমারকে যা লেখলেন চিঠিতে রোনালদো

আলোচিত নিউজ ডেক্স
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বিশ্বকাপে প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ব্রাজিল দলের পোস্টারবয় নেইমার।সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে খেলা হয়নি। এই রাউন্ডে কোনো ম্যাচ খেলতে পারবেন না। পরের রাউন্ডে তার খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জেতা ম্যাচে গোড়ালির ইনজুরি কাল হয়েছে নেইমার ও ব্রাজিলের জন্য। সতীর্থদের খেলা সাইড বেঞ্চ থেকে বসে বসে দেখতে হচ্ছে নেইমারকে। মন ভালো নেই দ্য ফেনোমেননের।

এমতাবস্থায় উত্তরসূরিকে একটি খোলা চিঠি লিখেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদো। সেলেকাওদের বর্তমান মহাতারকার জন্য তার পূর্বসূরির আবেগ ও ভালোবাসা ভরা সেই চিঠির বাংলা রূপান্তর এখানে।

বৈশ্বিক ঐশ্বর্য পাওয়ার জন্য ব্রাজিল বরাবর যে চাপে ভোগে, তোমার মতো আমারও সেটি বেশ ভালোভাবে জানা আছে। কাতারে তুমি এবং তোমার সতীর্থরা যে চাপ অনুভব করছে, আমরাও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। তোমরা সবাই বলবে, সেই বিশ্বকাপ জিততে আমি দলকে উজ্জীবিত করেছিলাম। অস্বীকার করব না। সেটা ছিল দৃশ্যমান। যেটা দেখা যায়নি সেটা হলো চাপ। তোমরাও এখন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ। এই চিঠি আমি শুরু করতে পারি একথা বলে যে, নেইমার, তুমি একজন জায়ান্ট! আমি নিশ্চিত, আমার মতো বেশিরভাগ ব্রাজিলীয় তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে শিখরে পৌঁছে দিয়েছে। এত উঁচুতে যে, এই গ্রহের প্রতিটি কোণায় তোমার জন্য ভক্তদের অশেষ অনুরাগ ও ভালোবাসার কোনো কমতি নেই। এবং এই কারণে, এত উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ায়, এত সাফল্য মুঠোবন্দি করায়, তোমার শত্রুও এত বেড়েছে। তোমাকে ঈর্ষা করে, এমন মানুষও কম নয়। তোমার মতো একজন তারকা চোটে পড়ায় অনেকে খুশি হয়েছে। এমন ঘটনাও বিরল নয়। এ আমরা কোন পৃথিবীতে বসবাস করছি। কী বার্তা দিচ্ছি আমরা তরুণ প্রজন্মকে। মনে রাখবে, সব সময় একদল মানুষ তোমার সমালোচনা করবে। দুঃখ পাই এটা দেখে যে, আমাদের সমাজ এখন অসহিষ্ণুতা সহ্য করে। ঘৃণাকে স্বাভাবিকতার পর্যায়ে নিয়ে যায়।

এই মৌখিক সহিংসতা, যা একটি ধ্বংসাত্মক শক্তি, বিষয়টি নিয়ে আজ আমি লিখছি তোমাকে। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! আরও স্মার্ট হও! গোলের জন্য ক্ষুধার্ত। মাঠে ও মাঠের বাইরে তুমি যা কিছু ভালো করো, তোমার প্রতি মানুষের ঈর্ষার চেয়ে তা শতগুণ শ্রেয়। যে অভিযাত্রা তোমাকে বিশ্ব ফুটবলের একজন আইডলে পরিণত করেছে, এক মুহূর্তের জন্যও সেটি ভুলে যেও না।

ব্রাজিল তোমাকে ভালোবাসে! যারা সত্যিকারের ফুটবলভক্ত, তোমার অনুরাগী, তারা তোমার কাছে গোল চায়। তোমার ড্রিবলিং দেখতে চায়। দেখতে চায় তোমাকে সাহসীরূপে। চাক্ষুষ করতে চায় তোমার আনন্দ। যারা ভীতু ও ঈর্ষাকাতর, তাদের মর্যাদা দিও না। উদযাপন করো ভালোবাসা। নেইমার, তুমি ফিরে আসবেই! তখন সব ঘৃণা যেন জ্বালানিতে পরিণত হয়

 


এই বিভাগের আরো খবর