গাজীপুরের কালীগঞ্জে মো. হৃদয় হাসান আলিফ (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ থানাধীন নরুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের স্থাণীয় মো. আমান উল্লাহর ছেলে। সে প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আলিফের বন্ধু ও প্রত্যক্ষদর্শী শ্রাবণ বলেন, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ৪দিন ব্যাপী ইসলামী মহা-সম্মেলন হচ্ছিল। আমরা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে নরুন এলাকায় যাই। সেখানে গিয়ে হৃদয় হাসান আলিফের সাথে দেখা হয়। আমরা একত্রে রাত ৯টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম।
এমন সময় আমাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গন্ডগোলের শব্দ শুনে আমরা এগিয়ে যাই এবং সেখানে গিয়ে আলিফকে কাত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রæত উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।