সাতক্ষীরায় শ্যামনগর থানা পুলিশ চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালত হইতে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক প্রতারক স্বামী-স্ত্রী কে গ্রেফতার করেছে। রবিবার ১৩ নভেম্বর ভোর ৫টার দিকে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর আলমের নেতৃত্বে একটি পুলিশদল উপজেলার ভেটখালী গ্রামে নিজ বাসা হইতে হাসানুর রহমান লাভলু ও তার স্ত্রী ফরিদা রহমানকে গ্রেফতার করেছেন
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত হতে এস.সি- ১৫৭০/১৯ এবং ৪৯০/১৭ নং মামলায় এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় সাজাপ্রাপ্ত ওই দম্পতিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।