ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পিকআপে করে পাচারকালে ১০০ কেজি গাঁজাসহ মো. আলমগীর (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১৩ নভেম্বর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে মাদকদ্রব্যসহ পিকআপটি জব্দ করা হয়েছে। আটক আলমগীর ময়মনসিংহ জেলার তারাকান্দার হড়িয়া গাইবাজার এলাকার আজিজুল মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড্রন কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আক্কাস জানান, পিকআপের বডির নিচে অভিনব কায়দায় বক্সে করে ও মাছের ড্রামে করে ১০০ কেজি গাঁজা পাচারকালে জব্দ করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারিকে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করেন বলে স্বীকার করেছেন।