সাতক্ষীরার কালিগঞ্জে শশুর বাড়ি থেকে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক জামাই নিখোঁজ হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শাহাদাৎ গাজী(৫২) ও আলেয়া বেগম (৪৬)’র ছেলে।
এ ঘটনায় অপহরণসহ হত্যার অভিযোগে আদালতেন সিআর ৭৬৪/২২ নং মামলা দায়ের করেছে নিখোঁজ যুবক জাঙ্গীর আলমের মাতা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিখোঁজ জাহাঙ্গীরের শশুর বাড়িতে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগষ্ট কালিগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শাহাদাৎ গাজীর ছেলে জাহাঙ্গীরের সাথে একই উপজেলার রতনপুর ইউনিয়নের পালিতকাটী গ্রামের হোসেন আলী গাজীর মেয়ে রোজিনা খাতুন (২২)’র বিয়ে হয়। এর আগে রোজিনা খাতুনের অন্যাত্র বিয়ে হয় এবং পূর্বের স্বামীর কাছ থেকে কৌশলে বহু অর্থ -সম্পদ আদায় করে। এভাবেই জাহাঙ্গীরের সাথে শত্রুতা শুরু হয় স্ত্রী রোজিনার এবং তা ধারাবাহিক ভাবে চলতে থাকে। বিষয়টি স্বাভাবিক অবস্থানে আনার চেষ্টা অব্যাহত থাকে উভয় পরিবারের মধ্যে।
এরই মধ্যে রোজিনা খাতুন(২২)’র সাথে পালিতকাঠি গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে নজরুল ইসলাম (৫৫), নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৯), আনছার আলী গাজীর ছেলে হোসেন আলী গাজী (৪২) এবং কালিকাপুর গ্রামের মৃত জুম্মান গাজীর ছেলে নুর ইসলাম গাজী (৪৮) পূর্ব পরিকল্পনা করে ফেলে। চলতি মাসের ১ তারিখে জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা খাতুন মোবাইল ফোনে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্বামী জাহাঙ্গীরের অনুপস্থিতে শাশুড়ি ও অন্যান্যদের বাঁধা উপেক্ষা করে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র ও অলঙ্করাদী নিয়ে বিকালে তার পিতা হোসেন আলীর বাড়ি চলে যায়। জাহাঙ্গীর বাড়িতে এসে ঘটনার বিষয় জানতে পারে। স্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিন্ত কোন ফল না পেয়ে জাহাঙ্গীর ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে শশুর হোসেন আলীর বাড়িতে যায়। শশুর বাড়ির লোকজন জাহাঙ্গীরের সাথে তার স্ত্রী রোজিনাকে পরের দিন বাড়িতে নিয়ে যাওয়ার বিষয় আস্তস্থ করে সু কৌশলে রাত্রী যাপনের কথা বলে। শ্বশুর বাড়িতে অবস্থান কালে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত নজরুল সরদারের নেতৃত্বে অন্যান্য আসামীরা এক যোগে জাহাঙ্গীরকে অপহরনের লক্ষ্যে প্রচন্ড মারপিট করে। এক পর্যায়ে অভিযুক্তরা সকলে মিলে জাহাঙ্গীরকে অপহরণসহ হত্যা করেছে এমন ধারণা করছে বলেও মামলার বিবরণে উল্লেখ আছে।এদিকে জাহাঙ্গীরের মোবাইল ফোন বন্ধ থাকায় পরদিন (৫ নভেম্বর ২০২২) সকাল ১০টার দিকে তার শশুর বাড়িতে ছেলের সন্ধান করতে যায় মা আলেয়া। সেখানে যাওয়ার পর মা আলেয়াসহ অন্যান্য সঙ্গীদের উপরে শশুর বাড়ির লোকজন চড়াও হয়ে পালিতকাটী গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে নজরুল ইসলাম (৫৫), নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৯), আনছার আলী গাজীর ছেলে হোসেন আলী গাজী (৪২) জাহাঙ্গীরের মাকে জীবননাশের হুমকী প্রদর্শন করে জাহাঙ্গীরের অপহরণের বিষয় প্রকাশ করে। সূত্র পত্রদূত