শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বন্যহাতির পাল গুড়িয়ে দিলো দিনমজুর আব্দল মোতালেবের বসতঘর। আব্দুল মোতালেব উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই গ্রামের মৃত জালি শেখের ছেলে। ৪ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের ইউপি সদস্য রহমত আলী জানান, শুক্রবার রাত ৩ টার দিকে অর্ধশত বন্যহাতির একটি দল আব্দুল মোতালেব বাড়িতে হামলা চালায়। এ সময় বন্য হাতির দল ঘরের বেড়া ভেঙ্গে ঘরে থাকা ধান চাল খেয়ে সাবাড় করে দেয়। ঘরের সমস্ত মালামাল পায়ে পিষিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়।
পরে গ্রামবাসীরা এসে মশাল জালিয়ে হৈহুল্লর চেচামেচি করে হাতি তাড়ানোর চেষ্টা করে। শনিবার উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার এসআই ফরিদ উদ্দিন, বন কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা আশ্বাস দেন। ইউপি সদস্য রহমত আলী তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেন।