বাংলাদেশ যুব অধিকার পরিষদ- সাতক্ষীরা জেলা শাখার আওতাধীন শ্যামনগর উপজেলা যুব অধিকার পরিষদের কমিটি অনুমোদন হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ তবিবুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান স্বাক্ষরিত আগামী এক (০১) বছরের জন্য আংশিক কমিটি দেয়।
সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান জানান, ১৫ অক্টোবর সাতক্ষীরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ কার্যালয় মিটিং শেষে সকলের উপস্থিতিতে, বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্যমনগর উপজেলা শাখার মোঃ ওবাইদুল্লাহ সভাপতি। সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম খান, সাধারন সম্পাদক এস কে আলম। সিনিয়র সাধারন সম্পাদক : হুমায়ন কবির, যুগ্ম সাধারন সম্পদক মোঃ ওলিউল রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক গোলাম রাসুল খোকন, ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। এ সময় বাংলাদেশ গন অধিকার পরিষদ হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।