মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আসরের নামাজের পর শ্যামনগর থানা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের সামনে গিয়ে বিক্ষোভ শেষ হয়।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় শ্যামনগর ওলামা পরিষদের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি মাওছুফ সিদ্দিকী সাহেবের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন-
মাওলানা আবু বকর,
শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান ফারুকী,মাওলানা মোস্তফা কামাল,মাওলানা হাফিজুর রহমান সুন্দরবন,
হাফেজ আব্দুর রশিদ সহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা হলে তা সহ্য করা হবে না।
বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে মার্চ করব।
তারা আরো বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ দুর্গাপূজা উপলক্ষে তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি জানান।