শ্যামনগরে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযোগ, প্রতিবেশী বিমল মন্ডল (৫৮) খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী ঐ শিশুকে ধর্ষণ করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পানখালী গ্রামে ঘটনাটি ঘটলেও বিষয়টি রবিবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে। খবর পেয়ে রবিবার রাতে পুলিশ বিমল মন্ডলকে আটকে অভিযান চালিয়েও তাকে ধরতে ব্যর্থ হয়। ঘটনার শিকার শিশুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিমল মন্ডল উপজেলার পানখালী গ্রামের মৃত শ্রীপদ মন্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটির পিতা জানান, শনিবার বিকালে তার শিশুকন্যা খেলার জন্য বাড়ির সামনের রাস্তায় চলে যায়। এসময় প্রতিবেশী বিমল মন্ডল খাবারের প্রলোভন দেখিয়ে তাকে পাশের চিংড়িঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। রাতে অসুস্থ হয়ে পড়ার পর রবিবার সকালে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে সে ঘটনা খুলে বলে। অভিযুক্ত বিমলের সাথে যোগাযোগ করা না গেলেও তার ছেলে রানা মহালদার বলেন, পুলিশ বাসায় আসার পর বিষয়টি তারা জানতে পারেন। তবে বাবা পালিয়ে যাওয়ায় তারা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, ঘটনার একদিন পরে ভুক্তভোগী শিশুকে হাসাপাতালে নেয়ায় সোয়াবের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে রক্তক্ষরণসহ অন্যান্য আলামতে ধর্ষণের প্রমাণ মিলেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুর পিতা বিমলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাকে আটকে রাত থেকে পুলিশ মাঠে নেমেছে।