শ্যামনগর নির্বাচিত উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলার শাখার দায়িত্বশীরা।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবের হলরুমে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার দায়িত্বশীলদের শ্যামনগর প্রেস ক্লাবের নব কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার দায়িত্বশীলবৃন্দ প্রেসক্লাবে আসেন, উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সামিউল ইমাম আজম মনির। সাধারণ সম্পাদক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল, মানবজমিন পত্রিকার সহ-সভাপতি জাহিদ সুমন, এশিয়ান টিভি শ্যামনগর প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সদস্য মিজানুর রহমান, আরিফুরজ্জামান প্রমুখ। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা দক্ষিণ শাখার সহ-সভাপতি এস এম মাসুদ রানা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুজার উদ্দিন সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার দায়িত্বশীলবৃন্দ, সাক্ষাতের সময় উত্ত সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের দায়িত্বশীল জন্য, চোখে দেখা কবরের আজাব নামক কিতাবটি উপহার দেন এবং ফুলের তাড়া দিয়ে প্রেসক্লাবের নব কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।