সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি ওজনের ভারতীয় রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোর রাতে কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে মালামালসহ আটক করা হয়।
আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে অস্ত্র, গোলাবারুদ ও রুপার গহনা নিয়ে একদল চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় সেখান থেকে একটি আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও এক কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ চোরাকারবারী তরিকুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। এসময় পালিয়ে যায় অপর চোরাকারবারী আব্দুল গফ্ফার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও জানান, জব্দৃকৃত অস্ত্র ও গোলঅবারুদসহ আটক তরিকুলকে কলারোয়া থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে এবং পলাতক গফফারের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।