ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাদেকুল ইসলামকে সভাপতি ও শামীম রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ও হিমুন সরকারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি প্রকাশ করা হয়।
হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, জেলা সংগঠন আমাদের উপর আস্থা রেখেছেন৷ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ছাত্রলীগকে আরো শক্তিশালী ও বেগবান করার। যারা পদবঞ্চিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। সকলে আমাদের পাশে থাকবেন৷
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কমিটি যাচাই বাছাই করেই দেয়া হয়েছে। কমিটিতে যারা পদ পেয়েছেন তারা দীর্ঘদিন ধরেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। আশা রাখছি সংগঠন গতিশীল হবে।