ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির দুই গ্রæপের পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন মাইক্রোবাসষ্ট্যান্ডে ও সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত পৃথক অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম।
অবস্থান কর্মসূচী দুটিতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমার হবি, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, আবুল হাসান হাদী, শের আলী, আবু জাহিদ ডাবলু, আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের প্রধান সমম্বয়ক আইনূল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার দায়ে সৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাকে সর্বেচ্চ শাস্তি দিতে হবে। ফ্যাসিবাদের দোসররা যাতে কোন ভাবে পার না পায় সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।