শ্যামনগরে কৈখালী সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু ও মাদক,,,,,সতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সীমান্তের পাঁচ নদীর মোহনা এখন চোরাকারবারীদের একটাই রোড এই নদী দিয়ে আনছে গরু। এতে একটি চক্র যেমন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সেই সঙ্গে কাঙ্খিত মুনাফা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন দেশীয় খামারিরা। বিভিন্ন সূত্র জানায়, একটি চক্র কৌশলে সীমান্তের নদী পেরিয়ে কৈখালী ও রমজাননগর সহ বিভিন্ন এলাকা দিয়ে রাতের অন্ধকারে এসব গরু নদী পার করে। পরে চক্রটি সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে গরু রেখে দালালদের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন বাজারের পুশুর হাটে বিক্রয় করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারিসহ কৃষকরা। বেশ কয়েকজন গ্রামের খামারি বলেন, এভাবে অবৈধভাবে ভারত থেকে গরু আসলে আমরা পুঁজি হারিয়ে পথে বসবো। তারা অবৈধ পথে গরুর প্রবেশ বন্ধে সরকারের প্রতি দাবি জানান। খোজ নিয়ে জানা যায়, ১০ থেকে ১৫ জন এর বেশী সীমান্ত এলাকার কিছু চোরকারবারী ভারত থেকে গরু আনে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানায় তারা স্থানীয় প্রশাসন ম্যানেজ করে এই ব্যবসা করে। এবং গরু ব্যবসায় খুব বেশি লাভ হচ্ছে না এর সাথে অন্য কিছু না হলে কিভাবে লাভ করবে এমনটাই বলেন তিনি
এবিষয়ে কৈখালী আর বিজিবি কোম্পানী কমন্ডার এর সরকারি নাম্বারে যোগাযোগ করলে কর্মরত কেউ একজন ফোন রিসিভ করে বলেন আমি নতুন এসেছি আপনি বিশ মিনিট পরে ফোন দেন স্যার বাহিরে।