সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পনি উন্নয়ন বোর্ড ০১ এর ০৫ নং পোল্ডারে রমজাননগর ইউনিয়নের সোরা ঃ রমজাননগর স্লুইজ গেটটি প্রতি বছর সংস্কার হয় জোড়াতালি দিয়ে। আতঙ্গে দিন যাবন করে চলেছে উপকূলীয়বাসী। সরজমিনে দেখা যায় , সোরা ঃ রমজাননগর স্লুইজ গেটটি মাদার নদীর পাশে অবস্থিত। স্লুইজ গেটটির পাশ দিয়ে ওয়াব্দার রাস্তা ভেঙ্গে সুরঙ্গ পরিনত হয়েছে। ওয়াব্দার রাস্তার উপরেও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ওয়াব্দার রাস্তাসহ স্লুইজ গেডটি ভেঙ্গে পাশ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। যার ফলে আতঙ্গে দিন পার করছে স্লুইজ গেডের পাশের বসবাসরত জেলেরা। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বছর বৃষ্টি ও বন্যায় স্লুইজ গেটসহ ওয়াব্দার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। পানি উন্নয়ন বোর্ড হতে কয়েকটি বস্তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বস্তায় মাটি দিয়ে ভাঙ্গনরোধ করা হয় । যেটি স্থায়ী হয় না । বিগত ঘূর্নিঘড় রিমালে ভারী বৃষ্টিতে স্লুইজ গেটের পাশে ও ওয়াব্দার রাস্তা ভাঙ্গন ধরলে একই ভাবে পানি উন্নয়ন বোর্ড কয়েটা বস্তা দিয়ে দায় সারে। বর্তমানে ওয়াব্দার রাস্তাসহ গেটের পাশে বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সামনে ভারী জোয়ার। যে কোন মুহুত্তে ওয়াব্দার রাস্তাসহ গেটের পাশ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিনের নিকট ফোন দিলে ব্যবহৃত নংটি বন্দ পাওয়া যায়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এস,ও প্রিন্স রেজা বলেন , আমি বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। বস্তা দেওয়া আছে। আর আমি লোক পাঠিয়ে বিষয়টি দেখছি। রমজানননগর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন , পানি উন্নয়ন বোর্ড হতে বস্তা দেওয়া হয়। যেটি দিয়ে স্থায়ী ভাবে সমাধান করা সম্ভব না। আমি বিষয়টি দেখছি। উপকূলীয়বাসীর দাবী যাতে করে সোরা ঃ রমজাননগর স্লুইজ গেটটি স্থায়ী ভাবে পুনঃ সংস্কার হয় তার জন্য সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য , শ্যামনগর উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন