সোরা বারী শেখের বাড়ী হতে নূরানী কিন্ডার গার্টেন
পযর্ন্ত ইটের সোলিং রাস্তার বেহাল দশা
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের আলহাজ্ব আব্দুল বারী শেখের বাড়ী সংলগ্ন স্লুইজ গেট হতে সোরা নূরানী কিন্ডার গার্টেন পযর্ন্ত ইটের সোলিং রাস্তাটির বর্তমানে বেহাল দশা। রাস্তার এক পাশে খাল এবং অন্য পাশ দিয়ে মৎস্য ঘের অবস্থিত। যার ফলে পানির চাপে প্রতি বছর রাস্তাটি দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ছে অনেকে। রাস্তাটির অনেক স্থান ভেঙ্গে খালের ভিতরে প্রবেশ করছে এবং কিছু কিছু জায়গায় গর্ত তৈরী হয়েছে। যার ফলে ভ্যান , মটর সাইকেলসহ যানবাহন চলাচল করতে পারছে না। সোরা নূরানী কিন্ডার গার্টেনে বর্তমানে দুই শতাধিক ছাত্র/ছাত্রী অধ্যায়নরত। যার অনেক ছাত্র/ছাত্রী পাশ্ববর্তী কৈখালী ইউনিয়ন এবং অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ভ্যান যোগে অত্র প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তার জরাজীর্নর কারনে ভ্যান চলাচল খুবি কষ্টকর হয়ে পড়েছে। কমলমতি ছাত্র/ছাত্রীদের ভ্যান থেকে নেমে পায়ে হেটে ইটের সোলিং দিয়ে যেতে হচ্ছে। ছাত্র/ছাত্রীদের দূর্ঘটনা এড়াতে অনেক অবিভাবক তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চাইছে না। আসছে বর্ষা মৌসুমের আগে রাস্তাটি সংস্কার করা না হলে রাস্তাটি দিয়ে চলাচল করা সম্ভব হবে না বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন , রাস্তাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রায় সংস্কার করা হয়। কিন্তু অত্র রাস্তার পাশ দিয়ে মৎস্য ঘের অবস্থিত । যার ফলে রাস্তা সংস্কার করার কিছু দিনের মধ্যে পানির চাপে রাস্তাটি পুনরায় নষ্ট হয়ে যায়। রাস্তাটি যাতে দ্রæত সংস্কার হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য , উপজেলা চেয়ারম্যান , রমজাননগর ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীসহ ছাত্র/ছাত্রীদের অভিভাবকবৃন্দ।