সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ কে শ্যামনগর উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
শনিবার ১১ মে সকাল ১১ টায় প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি সমস্যা সমাধান করার,বিশেষ করে শ্যামনগরে সুপ্রিয় পানির সুব্যবস্থা সহ উপকূলীয় ভেড়িবাঁধ সুরক্ষার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। এ ছাড়া সাংবাদিকদের সহযোগিতা করার দাবি জানান, এবং সকলে মিলে শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলা পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাঈদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এস কে সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সরদার সিদ্দিকী সাবেক সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সহ-সভাপতি আনিছুর জামান সুমন,যুগ্ন সাধারণ এম কামরুজ্জামান, গাজী সালাহউদ্দিন বাপ্পী,জিএম মনছুর আলম,জি এম মোঃ মোহাম্মদ আলী,জি এম আব্দুল কাদের, মেহেদী হাসান মারুফ,সামিউল ইসলাম মন্টি, আবু মুসা সহ প্রেসক্লাবের কর্তব্যরত সকল সদস্যবৃন্দ।