শেরপুরে মাদকসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর। ৩ নভেম্বর বৃহস্প্রতিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া গ্রামের শহিদুল্লাহর ছেলে স্বপন মিয়া (২০) ও ঘিনাপাড়া, গ্রামের বরকত আলীর ছেলে আলম হোসেন (২০)
র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত
কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি
আভিযানিক দল বিকাল ৩ টায় শেরপুর সদর উপজেলার ০৯ নং চর মোচারিয়া ইউনিয়নের মোকছেদপুর নয়াপাড়া এলাকার মোঃ কবির হোসেনের ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ অভিযানে দেশী অস্ত্র ও মাদকসহ ওই ২ জন
ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে ১৭ পিস
মাদক দ্রব্য ইয়াবা ও ১ একটি খুর এবং ০১ টি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার
আনুমানিক মূল্য – ৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীরা
দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে ছিনতাই ও মাদক ক্রয়-বিক্রয় সরবরাহ করে আসছিল বলে র্যাব সুত্রে জানা গেছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।