সাতক্ষীরার শ্যামনগরে রমজননগর ইউনিয়ন পরিষদের
সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ আব্দুল মান্নান কন্যা শহীদ শেখ মালেকা পারভীন লিপি কবরস্থান এর শুভ উদ্বোধন ও দোয়া অনু অনুষ্ঠান অনুঠিত হয়েছে।
শেখ পরিবার সার্বিক ব্যবস্থাপনায় ২৭ এপ্রিল শনিবার বিকাল ৪ রমজান নগর দাখিল মাদ্রাসার হলরুমে শহীদ শেখ মালেকা পারভীন লিপি কবরস্থান এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহাজ্ব শেখ মাহমুদ হোসেন। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য , বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন এমপি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রমজননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল-মামুন, প্যানেল চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর আলম। পীরে কামেল আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন দোয়া পরিচালনা আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রধান গান, ওলামায়ে কেরাম, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামীলীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার মুরুব্বীরা বলেন রমজান নগর ইউনিয়নের এই মহৎ উদ্যোগের কারণে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই গরিব দুঃখী অসহায় মানুষের মৃত্যুর পারে মসজিদ মাদ্রাসার পাশেই দাফনের যে ব্যবস্থা করলেন এজন্য আমরা তার দীর্ঘায়ু কামনা করছি তিনি যেন এভাবে এলাকার মানুষের সেবা করে যেতে পারেন।