সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা এর নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
১৩ এপ্রিল শনিবার বেলা ১১ টায় গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস, এম, আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, অধ্যাপক ডা: এম এ কাদের,
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: শাহিন আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৌকত হোসেন, পত্র প্রতিষ্ঠানের সুপার সুপার মাওলানা রুহুল আমিন, অবসর
প্রাপ্ত শিক্ষক এস এম ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, বাংলাদেশ আওয়ামী মৎস্য জিবি লীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক মেহেদী হাসান মারুফ, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম সানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল সাহাদাত রাজা। এছাড়াও উপজেলা, ইউনিরন, ওয়ার্ড আগায় নীলীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়ন জন্য কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মাদ্রাসা ভবন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ‘র জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের জন্য এভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারে।