সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্রের মাঝে আল-খিদমাহ ফাউন্ডেশনে পক্ষ থেকে ভ্যান গরু ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার ৮ এপ্রিল বেলা ১২ টার সময় উপজেলা পরিষদের নতুন ভবনের নিচে ৫জন ভ্যান,৪গরু,৫টি ছাগল ওমুদি দোকানের মালামাল ৩টি।স্বাবলম্বীকরণের প্রকল্পের আওতায় আল-খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি চালকদের হাতে তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
অসহায় ব্যক্তিরা হলেন, মোঃ রুহুল আমিন, মোঃ মনিরুল ইসলাম, মিলন গাজী, আনোয়ার হোসেন, আবুল হোসেন সরদার, মোঃ বাবলু শেখ, মোঃ হাফিজুর রহমান, নাজমুল হাসান, মোছাঃ হালিমা খাতুন, আসাদুজ্জামান, আব্দুর রহমান ও মোছাঃ রাবেয়া খাতুন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুল,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,আল-খিদমাহ ফাউন্ডেশনে উপদেষ্টা সদস্য আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, আনিসুজ্জামান (আনিস) ডাক্তার গ ম আব্দুস সালাম,ভাইস চেয়ারম্যান মুফতি শহীদুল্লাহ, হাফেজ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।