সড়ক দুর্ঘটনায় পা হারানো রহিমের পাশে শ্যামনগরের পি.আইও শাহিনুল ইসলাম
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আব্দুর রহিম বিগত কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় ডান ভেঙ্গে যায় পরবর্তীতে হাসপাতালে নিয়ে অপারেশনের মাধ্যমে হাঁটুর নিচে থেকে কেটে বাদ দিতে হয়।পবিত্র রমজান মাসে এই পা হারানো আব্দুর রহিমের পাশে দাড়ালেন শ্যামনগর উপজেলার মানবিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম আজ ৩১শে মার্চ সোমবার সকালে তার নিজের অর্থায়নে আব্দুর রহিম এর মুদি দোকানে কিছু মুদি মালামাল দিয়ে আর্থিক সহযোগিতা করেন এই মানবিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন বিগত দিনে আমি ব্যাক্তিগত ভাবে অসহায় পরিবারের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন