সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন
বিভিন্ন ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতারন কাজের উদ্বোধন করেন এস,এম আতাউল হক দোলন এমপি ১০৮ সাতক্ষীরা-৪, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
তিনি বলেন মাদককে না বলি খেলা কে আকড়ে ধরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, খেলোয়ারদের কে মাঠে আনতে এই প্রচেষ্টা।
উপজেলা পরিষদে এডিপির অর্থায়নে ঈশ্বরীপুর ইউনিয়নে খেলোয়ারদের মাঝে জার্সি, ক্রিকেট ব্যাট, স্টাম, ফুটবল সহ ২ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৩০ মার্চ সকাল ১০ টায়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান এ্যাড়ঃ শোকর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুল কাদের, শ্যামল বিশ্বাস, রাশেদুল ইসলাম, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় বিন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য জিএম শফিউল্লাহ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সুধি সমাজের ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।