শ্যামনগরে চারিদিকে পানি থাকতেও সুপেয় পানির সংকটে কৈখালীবাসী ৷ নিদয়া, ১০ নাম্বর, শৈলখালী, পরানপুর ও কাঠামারী এই ৫ গ্রামের মানুষেরা একটি পুকুরে পানি পান করে থাকেন ৷ স্বরজমিনে দেখাগেছে যে, কৈখালী ইউনিয়নের কাঠামারী গ্রামে অবস্থিত কাঠামারী পুরাতন জামে মসজিদের পুকুরের সাথে একটি ফিল্টার রয়েছে ৷ যা অত্র অঞ্চলের ৫ গ্রামের মানুষেরা পানি পান করে থাকে ৷ সকাল এবং বিকালে গেলে দেখা যাবে লাইনে দাঁড়িয়ে আছে পুরুষ ও মহিলারা ৷ দুর থেকে পানি নিতে আসা মরিয়ম বিবি বলেন, নিদয়া গ্রাম থেকে এসেছি ৷ পানি নিতে আসার ফলে বাড়ির কাজে কর্ম করতে কষ্ট হয়ে পড়ে ৷ রাস্তাঘাটেরও খারাপ অবস্থা ৷ খাবার পানি নিয়ে খুব কষ্টে আছি ৷ ওমর ফারুক বলেন, চারিদিকে পানি থাকা সত্বেও নেই সুপেয় পানি ৷ লোনাপানির কারনে সুপেয় পানির সংকট হয়ে দাড়িয়েছে ৷ প্রত্যান্ত অঞ্চল হওয়ায় আমাদের এখানে কেউ আসে না ৷
আজিজুল হোসেন বলেন, একটি ফিল্টারের পানি ৫ গ্রামের লোক খায় ৷ দুবেলা ফিল্টার খারাপ হয়ে যায় ৷ চৈত্র মাসের দিকে পুকুরও শুকিয়ে যায় ৷ আমরা খাবার পানি নিয়ে অনেক বিপদে আছি ৷
এলাকার মানুষের দাবি যদি পুকুরটি খনন করে বড় কোন ফিল্টার বসানো যায় তবে সুপেয় পানির সংকট থেকে মুক্তি পাবো ৷