সাতক্ষীরার শ্যামনগরে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছেদ র্শক বলছি সেই আলোচিত ১২২ নং খোলপেটুয়াসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন এর কথা। ২৭-২ -২০২৪ মঙ্গলবার ১০৮ সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।বদলির শর্তে ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গোলাম রহমান ও জ্যোতি প্রকাশ মন্ডল নামের দুই সহকারী শিক্ষক। উপজেলার ১৮৯ নং গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রহমান লিখিত অভিযোগে বলেন, তাঁকে উপজেলা সদরের যেকোনো একটি প্রতিষ্ঠানে বদলির শর্তে দেলওয়ার ৪০ হাজার টাকা নেন। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দেওয়ার শর্তে তাঁর থেকে টাকা নিলেও কিছুই করতে পারেনি। সম্প্রতি টাকা ফেরত চাইলে তাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
১১৭ নং বীর সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোতি প্রকাশ জানান, টাকা ফেরত না দিয়ে এখন চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন দেলওয়ার। শিক্ষক নেতা হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে টাকা নিলেও এখন শিক্ষা কর্মকর্তাদের ওপর দায় চাপাচ্ছে। বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। তবে এই আলোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এমনো অভিযোগ দেখা মেলেছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন,বিষয়টি আমি গ্রুপে দেখেছি তবে আমি এখনো অভিযোগের কপি পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
এবিষয়ে ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন বলেন আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে অভিযোগের বিষয় আমি কিছু জানি না।