সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ৭০ কি:মি: ধাওয়া করে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বশির শেখ (৩৭)কে দেশীয় অস্ত্রসহ আটক করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ২টার দিকে শ্যামনগর থানা পুলিশের ওসি মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশদল দেবহাটা থানাধীন আস্কারপুর বিল থেকে ওই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত নাম্বার বিহীন ১টি ট্রাক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। আটককৃত বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুসা গ্রামের হোসেন শেখের পুত্র।
শ্যামনগর থানার ওসি মো: আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ভূরুলিয়া জাহাজ ঘাটা এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচে জানতে পেরে এলাকায় পুলিশের চেকপোস্ট জোরদার করি। চেকপোস্ট অতিক্রম করে ডাকাতদল ট্রাক নিয়ে দ্রুত গতিতে সাতক্ষীরার দিকে পালাবার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে মালপত্রসহ তাকে আটক করা হয়। বাংলাদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৪ টি মামলা আছে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।