“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাাতক্ষীরা শ্যামনগরে, বিশ্ব যুব দিবস উপলক্ষ্য সাইকেল র্যালি পালন করা হয়েছে।
মঙ্গলবার ১লা নভেম্বর বিকাল ৫:০০টায়,শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নে খাগড়াঘাট গ্রামে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যেগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি খাগড়াঘাট সরদার বাড়ি রোড হয়ে শুরু করে বুড়িগোয়ালীনি ইউনিয়ন হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে খোলপেটুয়া নদীর তীরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
শরুব ইয়ুথ টিমের সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, বুড়িগোয়ালীনি ইউনিটের সভাপতি হাসিবুল হাসান, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি এহসানুল মাহবুব তানভীর। শরুবের পরিচালক তার বক্তব্যে দিবসটির গুরুত্ব এবং দেশ গঠনে যুব সমাজের ভূমিকা ও গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন, একইসাথে তিনি আরো বলেন সমাজকে বদলে দেয়ার শক্তি যুবদের হাতেই। সকল ক্ষেত্রে যুব ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে, যুব নেতৃত্বের সামাজিক আন্দোলনগুলো আরো জোরদার করতে কাজ করছে যুব সংগঠন শরুব ইয়ুথ টিম।
উক্ত অনুষ্ঠানে ৫০ জন ইয়ুথ দের সমন্বয়ে সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়।