সাতক্ষীরা’র শ্যামনগরে এশিয়ান টেলিভিশন চ্যানেলের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।
রবিবার বেলা ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এশিয়ান টিভি’র শ্যামনগর প্রতিনিধি মেহেদী হাসান মারুফের সার্বিক ব্যবস্থাপনা প্রধান অতিথির বক্তব্য ও কেক কাটে শুভ সূচনা করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।
কার্যনির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী,মোঃ আবু সাঈদ,রনজিত বর্মন সদস্য মোঃ সামিউল আজম মনির,জিএম মোহাম্মদ আলী,সামিউল ইসলাম মন্টি, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিটু,সহ-সভাপতি পলাশ দেবনাথ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,উপকূল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।