আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শ্যামনগর উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। মঙ্গলবার(২৩শে জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে সকলের কাছে দোয়া চান।
আলোচনা সভার শুরুতে উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ নিজ নিজ পরিচয় পর্ব দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবে উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সদস্য মোঃ আছাদুজ্জামান, মেহেদী মারুফ, আলমগীর হায়দার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সহ- সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য আছাদুজ্জামান আসাদ,
সদস্য সাইফুল ইসলাম,রাজীব রায় চৌধুরী, মনিরুজ্জামান মিশুক, সুলতান শাহজাহান, আনিছুর রহমান মিলন। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, সহ-সভাপতি পিযুষ বাউলিয়া পিন্টু, সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য দীপক মিস্ত্রী, সদস্য আব্দুল কাদের,অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম লিমন , সাধারণ সম্পাদক জি,এম, আব্রাহাম লিংকন , সাংগঠনিক সম্পাদক জি,এম, শাহিদুজ্জামান লিয়ন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সহ-সভাপতি উৎপল মন্ডল, সাধারণ সম্পাদক আল হুদা মালী, অর্থ সম্পাদক বিভাস মন্ডল।