সাতক্ষীরার শ্যামনগর উপকূলের এক ঝাঁক সাংবাদকর্মী দ্বারা পরিচালিত সুন্দরবন প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে সভাপতি বেলাল হোসেনের, সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,শ্যামনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,শ্যামনগর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সহ সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, সদস্য আব্দুল কাদের ,দীপক মিস্ত্রী, রুস্তম আলী, আক্তার হোসেন,আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের মাহমুদ প্রমূখ।
এসময় জমকালো আয়োজনের মধ্য সুন্দরবন প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।