সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ম্যানগ্রোভ ফরেষ্ট ক্লাইমেট চেইঞ্জ এন্ড লাইভলিহুড প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সেক্টরাল এজেন্সির সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের উপজেলা ম্যানেজার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শুকুর আলী, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও সমাজকর্মী আল ইমরানসহ অনেকে।
সভার শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন সুশীলনের উপজেলা ম্যানেজার সাজ্জাদ হোসেন। এরপর একে একে আমন্ত্রিত অতিথিগণ সুন্দরবন সুরক্ষা ও এর উপর নির্ভরশীল জনগণের জীবনযাত্রার উন্নয়নে এগিয়ে আসা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। একই সাথে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কার্যক্রম নিয়ে পর্যালচনা করেন।