আগামী ৭ জানুয়ারী ২০২৩ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে ৷
২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন ৷
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবিরঞ্জন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ৷ এ ছাড়াও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহার হোসেন কান্টু, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন শ্যামনগর সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং নেতাকর্মীরা ৷
জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৈখালীবাসী আমাকে অনেক ভালোবাসেন ৷ গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে সর্বউচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ৷ গত ৪ বছরে আমি আপনাদের পাশে থেকেছি ৷ আপনারা আমাকে চিনেন ৷ আমি কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচিত হয়ে কৈখালী ইউনিয়নকে উন্নয়নে ছোঁয়ায় মুড়িয়ে দেবো ৷
আগামী ৭ তারিখে আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দিবেন ৷
কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পবিত্র কুমার মন্ডল