যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে জন্মদিনে অতিরিক্ত মদ্যপান করে ইন্দ্রজিৎ বাইন (১৮) ও রনি বিশ্বাস (২১) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের অপর বন্ধু কৃষ্ণ রায় (১৭) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৩১অক্টোবর) ইউনিয়নের কালীচরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হোসেন জানান, কালীচরণপুর গ্রামের প্রতাপ সুত্রধরের ছেলে কৃষ্ণ সুত্রধরের গত রোববার জন্মদিন ছিল। তিন বন্ধু রোববার(৩০অক্টোবর) সারারাত নিজ বাড়িতে বসে মদ পান করেন। সোমবার সন্ধ্যায় তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন।পরবর্তীতে বাড়ির লোকজন ঘর ঢুকে ইন্দ্রজিৎ এর লাশ উদ্ধার করে। এবং গুরুতর অবস্থায় কৃষ্ণকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এছাড়া বিকেলে খুলনায় নিয়ে যাওয়ার পথে রনি বিশ্বাস মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। দুটি লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।