“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমিনুজ্জামান চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দা তানজিনা আফরিন, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দূল্লাহ ছালেহ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষিত যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।