রমজাননগর ইউনিয়নে ভেটখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউল হক দোলনের প্রচারণা-প্রচারনা উপলক্ষে ভেটখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টার সময়ে ভেটখালী ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে এ আয়োজন করা হয় ৷ এ সময় প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি ও চেয়ারম্যান শেখ আল-মামুনের অনুপস্থিততে ছিলেন, ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল হাসান, সাবেক ইউপি সদস্য আব্দুল গফফার তরফদার, সাধারণ সম্পাদক বাবু পতিত পবন, বাবু ধর্মদাশ কর্মকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী সদস্য ও সাংবাদিক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা বাবু পরিমল গায়েন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন মিস্ত্রী, সাধারণ সম্পাদক জিএম আল-মামুন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ মোড়ল, যুবলীগের ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক বাবু ভুপেন্দ্রনাথ জোতদার, সাবেক শিক্ষক মিস্ত্রি গুনোধর, প্রভাসক পৃথ্বীশ গায়েন, কানাই লাল জোতদার, বরেন্দ্রনাথ বৈদ্য, মো: আনিসুর রহমান, তাজউদ্দীন গাজী, কামরুজ্জামান বাদশা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম আল-মামুন ৷