সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও শ্যামনগর উপজেলার টিমের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন শ্যামনগর উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রি কলেজের প্রভাষক সেলিনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩দিন দিনব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অদক্ষ ডা. এ কে এম আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রি কলেজের প্রভাষক জি এম বেলাল হোসেন, ডা. এস কে আফসার উদ্দিন, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ বিভাগের প্রধান হুরাইরা ফারজানা ও শ্যামনগর উপজেলা রেডক্রিসেন্ট টিমের দলনেতা আনিছুর রহমান মিলন উপজেলা প্রশিক্ষণ বিভাগের প্রধান মুনতাকিমুল ইসলামি রুহানীসহ উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন রবিবার নওয়াবেকি বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২ দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রতি প্রতিষ্ঠান ৫৩ জন করে মোট ১০৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।