সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নবনির্মিত মুজিব কিল্লা ভবন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলার বন্ধকাটি গোয়াল ঘেষিয়া নদীর তীরে নবনির্মিত মুজিব কিল্লা পরিদর্শন করেন তাঁরা।
এসময়ে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও প্রায়ত বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের উদ্যোগে এবং তার প্রচেষ্টায় দুর্যোগে মানুষের কথা চিন্তা করে বন্ধকাটি গোয়াল ঘেষিয়া নদীর ধারে মুজিব কিল্লা নির্মিনে যে অবদান রেখে গেছেন তা আমরা কোনদিন ভুলতে পারবো না। বন্দকাটিসহ স্থানীয় কয়েকটি গ্রামের দুর্যোগ কবলিত মানুষ, তাদের পরিবার ও গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা এবং মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য মুজিব কিল্লা নির্মাণ করে দিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বন্যা, ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালীন উপকূলীয় এলাকার মানুষের দুশ্চিন্তা দূর করবে মুজিব কিল্লা। এতে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খলিল সরদার, ইউপি সদস্যা লাইলী পারভিন, সাবেক ইউপি সদস্য বিভাস সরকার, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ লস্কর,বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মিন্টু, যুবলীগ নেতা সোহেল সরদার সহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।