সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে ১৪ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মহল। এ সময় মানববন্ধনকারীরা স্থানীয় প্রভাবশালী ধর্ষক রেজাউল সরদার ও মুকুল সরদারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ গাজী ৬নং ওয়ার্ডের সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলাম (হলো) ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক,
আবুল ফারহা (আবু) ৬ নং ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার সাহাদাত,আবু বক্কার,নুর মোহাম্মদ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষক রেজাউল সরদার ও মুকুল সরদার-কে আইনের আওতায় এনে ধর্ষণের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
ঘটনার দিনই মামলা হলেও প্রশাসন অভিযুক্তকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, ঘটনার দিন সোমবার সন্ধ্যার আগে মাদ্রাসা থেকে ফিরে খাবার কিনতে স্থানীয় দাউদ সরদারের দোকানে যায়। এসময় সেখানে অবস্থানরত ঐ দোকানদারের ছেলে রেজাউল সরদার ও তার বন্ধু মুকুল সরদার শিশুটিকে ফুসলিয়ে পাশেল ঘরের মধ্যে নিয়ে যায়। ধর্ষনের একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন সেখানে জড়ো হলে দুই লম্পট পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তোভোগী শিশুকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার উপপরিদর্শক পিংকু জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধর্ষণ চেষ্টার মামলায় মুকুল সরদার ও রেজাউল সরদারকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।