কালিগঞ্জ উপজেলায় কবি তীর্থের আয়োজনে প্রয়াত ৯ জন কবিদের স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) কালিগঞ্জ প্রেসক্লাব মিলনাতনে কবিতীর্থের সভাপতি সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে প্রয়াত কবি বাবর আলী সরদার, কবি অরুণ কুমার ঘোষ, কবি সন্তোষ কুমার বিশ্বাস, কবি এ কে গজনবী খান, কবি সৈয়দ আলী খান, কবি সওদাগর নুরুল ইসলাম, কবি কে এম আমিনুর রহমান ও নাট্য অভিনেতা সাঈদ সাখাওয়াত ও কাজী আব্দুর রহমানের স্মরণাঞ্জলি অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান। স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজের অবসানপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক সাহিত্যিক হারুন অর রশিদ, শিক্ষক ও কবি বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা কবি ইলা দেবী মল্লিক, উপজেলার শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, উপজেলা যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব জুলু, উপজেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, কবি তীর্থের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন সাংবাদিক এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, পাইগাছার কবি পঞ্চানন মল্লিক, কবি ডাক্তার বাসনা, কবি মোশারফ হোসেন, কবি শওকত ওসমান, কবি রামপ্রসাদ ঘোষ, কবি জিএম পারভেজ কবি, দীপক কুমার, কবি রফিকুল ইসলাম সমর উদ্ভট, কবি আবু হোসেন ঢালী, কবি সোহরাব হোসেন , সুপ্রিয়া কর্মকার, অনুষ্ঠানে কবি বাবর আলীর লেখা গান পরিবেশন করে কণিকা সরকার ও কবি সন্তোষ কুমার বিশ্বাসের লেখা গান পরিবেশন করে তার পুত্র সুদর্শন বিশ্বাস। অনুষ্ঠানে কবিদের নিবেদিত স্বরচিত কবিতা পাঠ গান পরিবেশন ও স্মৃতিচারণ সহ প্রয়াত আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।