ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম সম্পর্কে শ্যামনগরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১লা নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ড. আবদুল মান্নান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় নতুন শিক্ষাক্রম সম্পর্কে দিক-নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব মিনা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা করেন। এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া ভালো ছাত্র-ছাত্রী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়ের কথা বলেন।