সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতার, মাদক ও চুরি মামলার ২৩ আসামি আটক করেছে। শনিবার (২৮শে অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে ১৭ জন নাশকতা,৪জন মাদক ব্যবসায়ী ও (চুরি ও সিআর) মামলার ২ জনকে আটক করে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২৯শে অক্টোবর)বেলা বারোটায় সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নাশকতাকারীরা কোন দল বা গোষ্ঠীর হতে পারে না। নাশকতা কারীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, শ্যামনগর থেকে মাদক নির্মূল করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে প্রশংসিত হয়েছেন শ্যামনগর থানা পুলিশ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুধী সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন , পুলিশ জনগণের বন্ধু, আসুন আমরা একে অপরের সহযোগিতা নিয়ে এই সমাজ থেকে অপরাধ নির্মূল করি।