বিগত দিনের শত্রুতা জের ধরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের মৃ, মোহর আলী গাইনের পুত্র নজরুল গাইনের এর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকা বিভিন্ন প্রকারের মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে যেয়ে দেখা যায় নজরুল গাইনের পুকুরে বিভিন্ন প্রকারের মাছ ভেসে রয়েছে এ বিষয়ে নজরুল গাইন বলেন আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে আমার বাড়ির পাশে মৃত মনসুর গাজীর পুত্র আব্দুল আলিম ও জলিল গাজীর পুত্র ইলিয়াস গাজীর সাথে এই শত্রুতার কারনে উভয়পক্ষের কোটে মামলা চলমান রয়েছে।গতকাল ২৬শে অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার আমাদের মামলার দিন ছিলো কোর্টে, কোর্ট থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা সাতটা বেজে যায় এই সময় আমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।২৭ শে অক্টোবর শুক্রবার সকালে উঠে দেখি পুকুরে বিভিন্ন প্রকারের মাছ মরে ভেসে উঠেছে। আমার পুকুরে ভেটকি পাঙ্গাস রুই পোনা সহ অনেক প্রকারের মাছ ছিলো যা আনুমানিক ২ লক্ষ টাকাও বেশি হতে পারে আমার বিরোধী প্রতিপক্ষ আব্দুল আলিম ও ইলিয়াস গাজী মামলা তোলার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করছে আমাকে যেটা আমি মেনে নেইনি কখনো এইজন্য শত্রুতা জের ধরে আমার বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। যাতে আমার পরিবার সহ আমি নিরাপদে বসবাস করতে পারি সেজন্য প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি ।
এ বিষয়ে ইপি সদস্য আনারুল এর কাছে জানার জন্য তার ব্যবহৃত ফোনে ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।