শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২৬ অক্টোবর,২০২৩) সকাল দশটায় কৈখালী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রমীলা রাণী শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নবযাত্রা -২ প্রকল্পের ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেমস ষ্পেশালিষ্ট সৈয়দ ইশতিয়াক আহমেদ,এএসএসও নাজমুল হাসান,স্কুল শিক্ষক মোঃ আমজাদ হোসেন, লিড ফার্মার হাবিবুর রহমান
সহ কৈখালী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সকল সদস্য গণ।সাধারণ সভায় বক্তব্য রাখেন কৈখালী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সদস্য মুসলিমা খাতুন,মিনা পারভীন ও সদস্য হালিমা খাতুন।
হালিমা খাতুন বলেন আমি কৈখালী মহিলা সমবায় সমিতি থেকে বিশ হাজার টাকা লোন নিয়ে হাঁস-মুরগির প্রজেক্ট করে আমি ভালো আছি।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সকল অতিথি গণ।এ সময় অতিথিগণ বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিচালনায় কৈখালী মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যদের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করতে হবে।
অতিথি গণ আরো বলেন সমিতির ঋনের টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে উন্নয়ন আপনাদের হবেই।সভায় প্রধান অতিথি বলেন আয় বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়ে নারীদের টেকসই
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে সমবায় সমিতির ভূমিকা রাখবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন কৈখালী মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক শাহানারা খাতুন