সাতক্ষীরার শ্যামনগরে আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পত্তি বাধা প্রদানের অভিযোগ উঠেছে।
২১ অক্টোবর শনিবার সকালে শ্যামনগর উপজেলার সোনামুগারী এলাকায় হরিদাস গাইন এর ক্রয় কৃত জমিতে কাজ করার সময়
মৃত মাদার আলী গাজীর পুত্র
মোঃ নেছার উদ্দীন গাজী বহিরাগত লোক জন নিয়ে হরিদাস গাইন এর কাজে বাধা দেয় তাড়িয়ে দেয়।
এই জমি নিয়ে
শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ নেছার উদ্দীন গাজী একটি পিটিশন মামলা করে মামলা নং p-১০৩০/২৩ ( শ্যাম), ধারা – ১৪৫ ফৌঃ কাঃ বিঃ আদেশ নং০৬, তারিখ ১৬ অক্টোবর ২৩ স্বারক নং -৫১৮৬ তাং- ১৭/১০/২৩।
হরিদাস গাইন বলেন, আমাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে, পূজার সময় আমি আমার নিজের জমিতে কাজ করছি দেখেন নেছার বাহির থেকে লোক জন এনে কাজে বাধা দিচ্ছে। কাজ করতে দিচ্ছে দিচ্ছে না, আমার কাজের লোক জন দের তাড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের এলাকা থেকে বিতাড়িত করতে চায় নেছার। উনি নিজেই সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ করেন।
তিনি আবার তা অমান্য করে আমার কাজ করতে বাধা দিচ্ছে। আমি সোনামুগারী মৌজার জে এল নং-২৪, এস এ খতিয়ান নং- ১০৩, দাগ নং- ৩৭০, ৩১৭ । ৭৬ শতকের মধ্যে ১৬ শতক জমি তে কাজ করার সময় বাধা দিয়ে ভোগ দখল করে আসছে।
এ ব্যাপারে মৃত মাদার আলী গাজীর পুত্র
মোঃ নেছার উদ্দীন গাজী বারবার তার ব্যাবহারিত মোবাইল ফোনে ফোন দিয়ে ফোন রিসিভ করেননি।