বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলার শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে এক ঘন্টার জন্য প্রতিকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট সদস্য বিনতা সরদার (১৬)। শ্যামনগরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠেয় সভায় মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গালর্স টেকওভার-২০২৩ কর্মসূচির আওতায় শ্যমনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এক ঘন্টার জন্য দায়িত্ব পালন করেন। উপজেলা পরিকল্পনা বাস্তবায় কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ঘোষণাপত্রে স্বাক্ষর করে প্রতিকি দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত প্রতিকী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিনতা সরদার বলেন, এক জন কিশোরী হিসাবে সকল কিশোরীদের প্রতিনিধিত্ব করছি। আমি স্বপ্ন দেখছি ভবিষ্যতে এমনই পদে এসে মেয়ে শিশুদের ভাগ্য পরিবর্তন করতে পারব। এ সময় শ্যামনগর উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নিরযাতন, যৌনহয়রানি, শিশু শ্রম, পিরিয়ড কালীন সময়ে নিরাপদ পানি, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কথা বলেন। উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বক্তব্যে এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে সমাজে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম প্রতিরোধে ভূমিকা রাখা, মেয়েশিশুদের হয়রানী করা থেকে বিরত থাকার জন্য সকলকে আহব্বান জানান। দূর্যোগকালীন সময়ে মেয়েশিশুরা বিভিন্ন বাধার শিকার হয়, যা খুবই ঝুকিপূর্ণ। তিনি বলেন এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া কন্যা শিশুদের মনোবল বৃদ্ধি পাবে। বিনতা সরদার এর বাড়ি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট কুলতলি গ্রামে। তারা দুই বোনের মধ্যে তিনি বড়। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শ্যামনগর উপজেলা চাইল্ড পার্লামেন্ট সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিনতা সরদার । অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন, এ সময় উপস্থিত ছিলেন, এনসিটিএফ সভাপতি শাহনেওয়াজ স্বাধীন, সহ সভাপতি সাগরিকা সরকার, শিশু গবেষক পূজা রপ্তান, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সদস্য পিযুষ বাউলিয়া পিন্টু, অষ্টমী মালো, মো. হাফিজুর রহমান, প্রতীমা রানী মিস্ত্রী প্রমুখ।
এক ঘন্টার জন্য শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম দায়িত্ব পালনে ঘোষনাপত্র হস্তান্তর করছেন।