শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা ৭০ টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে শ্যামনগর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর সকাল ১০ টায় শ্যামনগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ (সার্কেল) মোঃ আমিনুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সরকারি অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল,সহ-সভাপতি নকিপুর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি,তপন কুমার মন্ডল, দিনেশ চন্দ্র মন্ডল,সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,পরিমল কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিষ্ণুপদ মন্ডল,সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সভাপতি,সম্পাদক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসলে একটি দুষ্কৃতিকারী মহাল ধর্মকে বিভোজন করার জন্য সর্বদা চেষ্টা করে থাকে।
উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপের সভাপতি সম্পাদককে বলেন আপনারা নিশ্চিন্তে পূজা পারবেন করবেন আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণই আপনাদের সাথে আছেন।